বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে সদর উপজেলায় ৩ চেয়ারম্যান প্রার্থী
জাফর ইকবাল , আমাদের ভোলা.কম।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে ভোলার সদর উপজেলায় ৩ চেয়ারম্যান প্রার্থী। সোমবার (৪মার্চ) সকালে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ভোলা সদর উপজেলায় আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান পদে মো: ইউনুছ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেতারা বেগম মনোনয়পত্র দাখিল করেন। বিকাল ৫টা পর্যন্ত মনোনয়পত্র দাখিল শেষ দিনে কেউ মনোনয়ন তাদের প্রতিদ্বন্দ্বিতায় হিসাবে মনোনয়নপত্র জমা না দেয়ায় এক রকম জয় নিশ্চিত হয়ে যায়।
এরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেতারা বেগম ২য় বারের মতো নির্বাচিত হতে যাচ্ছেন। ভাইস চেয়ারম্যান পদে আলহাজ্ব মো: ইউনুছ ৩য় বারের মতো নির্বাচিত হতে যাচ্ছেন। আগামী ৮ মার্চ প্রতীক বরাদ্দের দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা।
এছাড়াও দৌলতখান উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মনজুর আলম খান মনোনয়ন পত্র দাখিল করনে। তার প্রতিদ্বন্দ্বিতায় হিসাবে কেউ মনোনয়নপত্র জমা না দেয়ায় তার জয়ও এক রকম নিশ্চিত।