বিটিটি প্রশিক্ষনে তৃতীয় হলেন ভোলার শিক্ষক কাজী মহিবুল্লাহ আজাদ
জাফর ইকবাল, আমাদের ভোলা.কম।
আইসিটির মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প ২য় র্পযায়ের আয়োজনে বিটিটি প্রশিক্ষনে তৃতীয় হয়েছেন ভোলার টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কাজী মহিবুল্লাহ আজাদ। ৯০ প্রশিক্ষণার্থী শিক্ষকদের মধ্যে হতে ৩য় স্থান অধিকার করেন তিণি।
২১ র্মাচ সরকারি শহিদ আব্দুর রব সেরনিয়াবাদ টির্চাস ট্রেনিং কলেজে এ প্রশিক্ষনের মেধাবী শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব আহমেদ শামীম আল রাজী । আব্দুর রব সেরনিয়াবাদ টির্চাস ট্রেনিং কলেজের অধ্যক্ষ আফতাব উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটির মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প ২য় র্পযায়ের সহকারি পরিচালক জাহিদুল করিম হাসান।
উল্লেখ্য গত ৯ জানুয়ারী আব্দুর রব সেরনিয়াবাদ টির্চাস ট্রেনিং কলেজে ৯০ প্রশিক্ষণার্থী শিক্ষকদেও নিয়ে ১২ দিন ব্যাপী এ র্কমশালা শুরু হয়।