বরিশালে প্রেমিককে নিয়ে ছাত্রীদের মধ্যে তুমুল সংঘর্ষ, হাতুরি পেটায় আহত-২

অনলাইন ডেস্ক ,আমাদের ভোলা.কম।

বরিশাল নগরীতে এ ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক ছাত্রীর প্রেমিককে ভাগিয়ে নেয়ার অপবাদ দিয়ে ৮ম শ্রেণীর অপর এক ছাত্রীকে ঘন্টা দেয়ার হাতুরি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে ঐ স্কুল ক্যাম্পাসের ভিতর।এ সময় ঐ ছাত্রীকে উদ্ধার করতে এসে ১০ম শ্রেণীর অন্য এক ছাত্রী আহত হয়েছে।

আহত দুই ছাত্রী বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ছাত্রীরা জানায়, ওই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রীর সাথে দীর্ঘদিন ধরে ইমরান নামের এক বখাটের সাথে প্রেমের সম্পর্ক চলে আসছে। কিন্তু ঐ বখাটে ইমরার ৭ম শ্রেণীর ছাত্রীকে ছেড়ে ৮ম শ্রেণীর ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলতে বিভিন্ন প্রকার হয়রানি করে আসছে। ইমরানের সাথে ৮ম শ্রেণীর ছাত্রীর প্রেমের সম্পর্ক থাকা সন্দেহে ৭ম শ্রেণীর ছাত্রী তার ক্লাসের ১৫/১৬ জন সহ ১০ম শ্রেণীর এক ছাত্রীর সহায়তায় স্কুলের একটি কক্ষে নিয়ে ঘন্টা দেয়ার হাতুরি দিয় পিটায় এবং হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে। ঘটনাটি দেখে ৮ম শ্রেণীর ছাত্রীর চাচাত বোন ঐ স্কুলেরই ১০ম শ্রেণীর ছাত্রী তাকে উদ্ধার করতে ছুটে গেলে তাকেও পিটিয়ে আহত করে। পরে ৬ষ্ঠ শ্রেণীর অপর এক ছাত্রী আহতের পরিবারের কাছে খবর দেয় । পরে তারা স্কুল থেকে আহত অবস্থায় মেয়েদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে ঐ স্কুলের সহকারি শিক্ষক এনায়েত হোসেন জানায়, ঘটনাটি তারা শুনে আজ শনিবার কমিটির সদস্যদের নিয়ে একটি মিটিং করেছে। আগামিকাল রবিবার দুই গ্রুপের শিক্ষার্থীদের অভিভাবকসহ স্কুলে ডেকেছে। বিস্তারিত শোনার পরে স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে বলে জানায়।

সূত্র – জাগো বরিশাল

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।