প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৭ মার্চ “পুলিশের সোর্স নাম ভাঙিয়ে মুক্তিযোদ্ধার জমি দখল ,কে এই মনির ? শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমার এলাকার নুরুন্নবী পালোয়ান সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। আমি মনির ডিবি বা পুলিশের সোর্স না ,নিজেকে কখনোই পুলিশ বা ডিবির সোর্স হিসেবে পরিচয় দেই নি । প্রকাশিত সংবাদে নূরনবী পালোয়ানকে আমার খালু হিসেবে বলা হয়েছে যা সঠিক নয়।নূরনবী পালোয়ান এর সাথে আমার কোন আত্মীয়তার সম্পর্ক নেই। সে আমার কিছুই না। নূরনবী পালোয়ান এর বিরুদ্ধে একটি চুরি মামলায় আমি কোর্টে সাক্ষ্য প্রদান করেছিলাম। তারপর থেকেই নূরনবী পালোয়ান আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে । এলাকার যেকোনো চুরি-ডাকাতি বা যেকোন অন্যায় কাজের প্রতিবাদ আমি করে থাকি । এ কারণেও নূরনবী পালোয়ান আমার উপর ক্ষিপ্ত । আমি এলাকায় কখনই কারো জমি দখল করতে যাইনি। আমার বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক । সংবাদে প্রকাশিত রাসেলের সাথে আমার কোন জমি নিয়ে ঝামেলা নেই। নূরনবী পালোয়ান রাসেলকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে যা সঠিক নয় । তাই প্রকাশিত সংবাদের আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
মনিরুজ্জামান মনির , চটকিমারা ভেদুরিয়া, ভোলা সদর।