দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভোলায় জাতীয় পার্টির মানববন্ধন

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা ।
চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভোলায় মানববন্ধন করেছে জাতীয় পার্টি।  সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে জাতীয় পার্টির জেলা কমিটি, সদর উপজেলা কমিটি ও জাতীয় পার্টি পৌর কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ীরা নানা অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে চলেছে। এর ফলে প্রতিদিনই কোনো না কোনো দ্রব্যের মূল্যবৃদ্ধি পাচ্ছে। সরকার দ্রব্যমূল্যের লাগাম টানতে শুল্ক রেয়াত দিলেও তার প্রভাব নেই বাজারে। মূলত ব্যবসায়ীরা অধিক লাভবান হতে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বাড়িয়ে চলেছে। এ অবস্থায় সব শ্রেণিপেশার মানুষ আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি রাখতে পারছেন না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ভোলা জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেফায়েতুল্লাহ নজিব,
ভোলা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আজিম গোলদার , ভোলা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোহাম্মদ বিল্লাল খান, জেলা জাতীয় পার্টি’র দপ্তর সম্পাদক জাফর উল্লাহ ছোটন সহ ভোলা সদর জাতীয় পার্টির জেলা , সদর উপজেলা ও পৌর কমিটির নেতাকর্মীরা।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।