দৌলতখানে করোনা প্রতিরোধে বউ ভাত অনুষ্ঠান বন্ধ করেছে প্রশাসন
নিউজ ডেস্ক , আমাদের ভোলা.কম।
ভোলা জেলার দৌলতখান উপজেলায় আজ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে একটি বউভাতের অনুষ্ঠান বন্ধ করেছে দিয়েছে উপজেলা প্রশাসন। সকাল সাড়ে ১০টার দিকে চরখলিফা ইউনিয়নের দলিল খায়ের হাট বাজার এলাকার একটি বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ উপস্থিত হয়ে এই আয়োজন বন্ধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জামাল মৃধা বাড়ির মো: কবির হোসেন’র ছেলে মো: ইলিয়াস গত ১৪ মার্চ ঢাকায় বিয়ে করেন। সেই অনুষ্ঠানের অংশ হিসাবে আজ ছেলের বাড়িতে কনে পক্ষের বউভাত হওয়ার কথা ছিলো। এতে প্রায় হাজার মানুষের আয়োজন ছিলো। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সব ধরনের জনসমাগম বন্ধের নির্দেশ দেয় সরকার। তাই জনসমাগম বন্ধ করতেই এই অনুষ্ঠান বন্ধ করা হয়।
তিনি আরো বলেন, আজ দুপুরেই বউভাতের কথা ছিলো। সেই অনুযায়ি রান্নাও হচ্ছিল। এসময় আমরা রান্না বন্ধ করতে চুলায় পানি ঢেলে দেই এবং ডেকারেটর সদস্যদের চলে যেতে বলি। স্থানীয় থানা পুলিশ অভিযানে অংশগ্রহণ করে বলে তিনি জানান। দৌলতখান থানার ওসি জানান, বর পক্ষ বৌভাত অনুষ্ঠান না করার জন্য মুচলেকা দিয়েছেন।