দৌলতখানে ইলিশ শিকারের দায়ে ৭ জেলের জরিমানা।।
রোমানুল ইসলাম সোহেব, আমাদের ভোলা.কম
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার দৌলতখানে মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া একটি নৌকা ও অবৈধ ১০ হাজার মিটার কারেন্ট জাল সহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।।
গত কাল শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ এ রায় প্রদান করেন।
জরিমানা কৃত ৭ জন হলেন( ১) মোঃ আকবর(২)মোঃ আজাদ (৩)বাবুল (৪)আবি আব্দুল্লাহ (৫)বাবলু (৬) সামছুদ্দিন (৭)আয়ুব আলী
উভয় চরপাতা ইউনিয়ন এর বাসিন্দা
এ ব্যাপারে দৌলতখান মৎস্য কর্মকর্তা জানান, গত শনিবার বিকাল ৫ টা থেকে রাত ১০ পর্যন্ত মেঘনার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এরপর তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের উভয়কে ৫ হাজার টাকা করে জরিমান করা হয়।
এসময় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং ১৯ কেজি জাটকা মাছ উদ্ধার করা হয়। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনিষ্ট করা হয় এবং উদ্ধারকৃত জাটকা দুটি এতিমখানায় বিতরণ করা হয়। এবং নৌকা এখন পর্যন্ত আটক রয়েছে।।