তজুমদ্দিনে বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা

মো: ফারুক , আমাদের ভোলা.কম।
তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে যাচাই বাচাই কালে বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন দুলাল মিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছে আপিল ট্রাইবুনাল। গত ৬ মার্চ যাচাই বাচাই কালে উক্ত প্রার্থীর নামে সরকারী সারের লাইসেন্স বহাল আছে উল্লেখ করে মনোনয়নপত্র বাতিল করেন রির্টানিং অফিসার। এই রায়ের আপিল শুনানীর তারিখ অনুযায়ী সোমবার সকল কাগজপত্র সঠিক প্রমানিত হওয়ায় মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। আপিলে প্রার্থী তার সারের লাইসেন্স বাতিল করার জন্য ৩ মার্চ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর নিজ নামে থাকা সরকারী সারের লাইসেন্স বাতিল করার আবেদন করেন। এরপর ৪ মার্চ মনোনয়নপত্র জমা দেন। এই মর্মে সঠিক কাগজপত্র আপিল শুনানীতে উপস্থাপন করেন।