তজুমদ্দিনের মেঘনা থেকে অবৈধ ৬টি বিহিন্দী আটক

মো: ফারুক, আমাদের ভোলা.কম।

তজুমুদ্দিনের কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর মেঘনায় অভিযান চালিয়ে মাছের বংশ বিনাস কারী অবৈধ ৬টি বিহিন্দীজাল আটক করেছে। বৃহস্পতিবার সকালে আটককৃত এসব অবৈধজাল শশীগঞ্জ স্লুইজ ঘাট আগুনে পোড়ানো হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন জানান, মার্চ-এপ্রিল দুই মাস মেঘনায় সকল প্রকার মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। চলমান অভিযানে তজুমদ্দিনের গুরিন্দা বাজার এলাকার মেঘনা নদী থেকে ৬টি অবৈধ বিহিন্দীজাল আটক করা হয়। তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ হযরত আলী জানান, আটককৃত ৬টি বিহিন্দীজাল শশীগঞ্জ স্লুইজ ঘাটে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় প্রায় দুই মন ছোট মাছ গরীবের মাজে বিতরণ করা হয়। এদিকে স্থানীয়রা জানান, তজুমদ্দিনের সোনাপুর ও হাসাননগর এলাকার মেঘনানদী এবং চর মোজাম্মেল-কলাতলী মেঘনা মোহনায় কয়েকশত ক্ষতিকর বিহিন্দীজাল বসিয়ে মাছের পোনা বিনাস করে চলছে একটি অসাধু চক্র। এসব এলাকায় অভিযান পরিচলনা করার দাবী জানান তারা।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।