চরফ্যাশনে লতিফিয়া মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
চরফ্যাশন প্রতিনিধি : আমাদের ভোলা.কম।
ব্যাপক উৎসাহ উদ্বিপনার মধ্য দিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় লতিফিয়া দাখিল মাদ্রাসার ৭ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল ৮ মার্চ ( রবিবার) সকাল ৯ টায় ওই মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার মাওলানা সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চর মানিকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাদ্রাসার সভাপতি মোঃ সাইদুল ইসলাম সোহাগ। বিশেষ অতিথি ছিলেন চরমানিকা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন( মেম্বার), মোঃ নুর হোসেন আখন্দ, মোঃ আজহার মাষ্টার, আবদুল কুদ্দুস মুন্সী, সাংবাদিক সেলিম রানা ও আবদুল সালাম খলিফা প্রমুখ।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কর্মসূচি শুরু হয়।
প্রধান অতিথি, সুপার ও শিক্ষককেরা একএি হয়ে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় ও ক্রীড়া পতাকা উওোলন করেন।
বালক ও বালিকাদের ৮০০,৪০০, ১০০ মিটার দৌড়, ভার নিক্ষেপ, দীর্ঘলাফ, বালতিতে বল নিক্ষেপ, ভিতর বাহির, চেয়ার সিটিং,মমবাতি প্রজ্জলন ও সুই গাথা এবং যেমন খুশি তেমন সাজো সহ আনন্দ দায়ক খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও প্রাক্তন ছাএ – ছাএীরা ও অনুষ্ঠানে সার্বিক সহায়তা করেন।
বিকেলে বিভিন্ন পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিক এম, লোকমান হোসেন।