করোনা ভাইরাস সচেতনায় ভোলায় সাবান ও মাক্স বিতরণ করলো কলেজ ছাত্রলীগ নেতা
ভোলা প্রতিনিধি: ভোলায় করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জেলা ছাত্রলীগ এর নির্দেশক্রমে ভোলা কলেজ ছাত্রলীগের নেতা আরাফাত চৌধুরীর নেতৃত্বে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বেড়িবাধ এলাকার জেলে পল্লীতে জেলে পরিবারে মাঝে বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোঃ কিরন ও কলেজ ছাত্রলীগের কর্মীরা। তারা ধনিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় থাকা শতাধিক জেলে পরিবারের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেন ।
কলেজ ছাত্রলীগ নেতা আরাফাত বলেন, ছাত্রলীগ দেশের যে কোন দুর্যোগে অতীতেও মানুষের পাশে দাঁড়িয়েছিলো। বর্তমানেও পাশে আছে। এবং ভবিষ্যতে যে কোন প্রয়োজনে তাদের পাশে থাকবে।
তিনি জেলেদেরকে নিরাপদ দূরত্বে থাকর অনুরোধ করেন এবং পারস্পরিক সচেনতা বৃদ্ধি করতে উপস্থিত জনসাধারণকে সচেতন হওয়ার জন্য জোর আহ্বান জানান।