করোনা ভাইরাস থেকে ওয়ার্ড বাসীকে মুক্ত রাখতে কাউন্সিলর রাজিয়া সুলতানার পরিচ্ছন্ন অভিযান
বিশেষ প্রতিনিধি , আমাদের ভোলা.কম।
প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রমণে পুরো বিশ্ব যখন দিশেহারা,বাংলাদেশ সরকার তখন শহর থেকে গ্রাম পর্যন্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছেন । সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে ভোলা পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা তার নির্বাচনী এলাকা ৭ নংওয়ার্ডের আমানত পাড়া থেকে তার পরিছন্নতা অভিযান শুরু করেন । হঠাৎ করে এই পরিছন্নতা অভিযানের বিষয়ে জানতে চাইলে রাজিয়া সুলতানা বলেন,বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার দেশের জনগণকে প্রাণঘাতী করোনাভাইরাসের হাত থেকে রক্ষা করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ফলে যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন করার জন্য জনপ্রতিনিধি হিসেবে আমিও আমার দায়িত্ব পালন করছি।