কবি মোঃ আঃ কুদদূস এর ” বন্ধন “

চলো বন্ধু যাই হারিয়ে
দূর বহুদূরে
যতদূর চোখ যায়
তারও বাইরে অচেনা দূরে
যেখানে চলার পথ শেষ হয়
সেখান হতে অনেক দূরে।
মানুষের জানারও বাইরে
কোন অজানা সুদূরে
হারিয়ে হারিয়ে বেঁচে র’ব
বহুদিন বহুগল্পে
অজানা অজ্ঞাতলোকে
পাখির ডাকে
নিরব গহীন বনে
ঘন পল্লব বাগে।
হারিয়ে যাওয়ার আগে
একবার হেসো
অমর মায়াবী চোখে
রহস্যাবৃত সুরে
হৃদয় কুঞ্জের অনুরাগে।
দূর-বহুদূর-অনেক দূরে
অদেখা তেপান্তরে
নীল দিগন্তের ওপারে
তুমি এসো হাত ধরে
অনল শিখা জ্বেলে
আঁধারটুকু পিছে ফেলে।
চলো, ওহে বন্ধু!
আজি নির্মল প্রভাতে
হেসে কুটি কুটি হয়ে
এলোমেলো বায়ুতে
কালো কেশ উড়াতে
দরুদে গান গেয়ে গেয়ে।
যত পথ জানা
যত দিক অজানা
সে সব মাড়িয়ে
চলো যাই হারিয়ে
দূর বহুদূরে
নিঃশব্দে
শুধু হাতে হাত বাড়িয়ে।
১ মার্চ ২০১৯
অমিল মুক্তক ছন্দ