কবি মোঃ আঃ কুদদূস এর ” কুহকী মায়া “

আমি চলে গেলেও এই তট

শূন্য রইবে না বহুকাল
কেউ না কেউ আসবে হেথায়
নিয়ে কুহকী মায়ার জাল।

আবার হাসবে সোনালী রোদ,
রোদে ভরা স্নিগ্ধ সকাল
বিকাল গড়িয়ে মায়াবী চাঁদ
আলো ছড়াবে চিরকাল।

কখনো ওঠবে ঝড়, কখনো বৃষ্টি,
রহিবে অমর আলোকধারা
আলেয়ার আলোতে আলোকিত
হয়ে ওঠবে এ সুন্দর ধরা।

আজ হতে বহুদিন পরে আবার
যদি মনে পড়ে বিস্মৃত স্মৃতি
মনের আরশি খুলে দেখে নিও
ওহে মোর অমর অমরাবতী।

এই বাটের আঁকা বাকা মোহনা
হয়েছে মোর কত যে আপন
আমি চলে গেলেও নির্জন পথ
বিমূর্ত রইবে সারাটি জীবন।

গোলাপ ফুটলে কোকিল ডাকলে
খুঁজে নিও তাতে আমার গান
চাঁদের আলোর ঘ্রাণ শুকে শুকে
ছুঁয়ে দেখো মোর আমর প্রাণ।

৬ মার্চ ২০১৯
বোরহানউদ্দিন।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

জুন ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।