ভোলায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি: নিখোঁজ ২ জেলের লাশ উদ্ধার

ইয়াছিনুল ঈমন, সম্পাদক, আমাদের ভোলা।

ভোলার দৌলতখানের মেঘনায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ২ জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) মেঘনার হাজিরহাট পয়েন্ট থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা হলেন, এরশাদ (৩৫) ও আকবর (৩৬)। তাদের বাড়ি উপজেলার চরপাতা গ্রামে।

এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে মমিন (২৫) নামের আরেক জেলে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় জেলেদের অভিযোগ দিতে বলা হয়েছে। তারা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে, সকাল থেকেই কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবরি দল নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালায়।

পুলিশ জানিয়েছে, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ২ টার দিকে নয়জন জেলে নিয়ে ট্রলারটি মেঘনা নদীতে জাল ফেলেন জেলেরা। এ সময় ঢাকা থেকে হাতায়াগামী তাসরিফ-২ নামের একটি লঞ্চের ধাক্কায় জেলেদের ট্রলারটি ডুবে যায়। এতে ছয় জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও ৩ জেলে এখনও নিখোঁজ ছিল। ২ জেলে উদ্ধার হলেও এখনো নিখোঁজ একজন।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।