ফেসবুক ওয়ালে নতুন গান, সাড়া পাচ্ছেন শাহনাজ রহমান স্বীকৃতি

বিনোদন ডেস্ক, আমাদের ভোলা।

নতুন প্রোডাক্ট নিয়ে গ্রাহকের কাছে পৌঁছে দিতে উৎপাদনকারী নতুন নতুন সব উদ্ভাবনী কাজে লাগান। সে পথে এবার হাঁটলেন দেশের অন্যতম কণ্ঠশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। নতুন একটি গান নিয়ে তাঁর শ্রোতাদের কাছে তিনি হাজির হচ্ছেন একেবারেই ভিন্ন পথে। অলাভজনক এই আঙ্গিনায় তিনি নতুন পথিক। ভক্ত-শ্রোতাদের দোরগোড়ায় তা নতুন গান পৌঁছে দিতে সাহায্য নিয়েছেন নিজস্ব ফেসবুক ওয়ালকে। গত ২০ ফেব্রুয়ারি উজ্জ্বল সিনহার কথা সুর ও সঙ্গীয়োজনে ‘ভালোবাসার নিমন্ত্রন এ বসন্তে’ শিরোনামের গানটি রিলিজ দিয়েছেন। একইসঙ্গে ক্যাপশন জুড়ে দিয়ে লিখেছেন- একেবারে নতুন গান। আজকেই (২০ ফেব্রুয়ারি) গাইলাম আর আজকেই আমার এই ফেসবুক ওয়ালে রিলিজ দিলাম। আশা রাখি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে সবাই নিজের ওয়াল ও পেইজে শেয়ার দিবেন ইচ্ছামত। এদিকে গানটি রিলিজের পর ২৩ ফেব্রুয়ারি বিকালে এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত তিন শতাধিক মন্তব্য জমা পড়েছে। নূতন এই মাধ্যমে মৌলিক গানের এই মুক্তিকে স্বীকৃতির শ্রোতারা সাধুবাদ জানিয়েছেন। এর মধ্যে তানিম হায়াত খান রাজিত লিখেছেন-কি দারুন হলো গানটা! কি সুন্দর গাইলে বন্ধু! তোমার গায়কীর দারুন ব্যবহার করেছেন উজ্জল সিনহা। আর এরকম করে বসে গাইছো, তাতে কি হচ্ছে জানো? তোমার গানটাই শুনছি। এত আয়োজন করে মিউজিক ভিডিও করে গান করলে হয় কি জানো? মূল গানটা থেকে মনোযোগ সরে যায় (যদিও জানি স্টরি বেজড মিউজিক ভিডিও করাটা একটা ট্রেন্ড এখনকার) এখন যেমন একদম মনোযোগ দিয়ে গানটা শুনলাম আর মনটা ভরে গেল। অভিনেত্রী রনক বিশাখা শ্যামলী লিখেছেন-না দেখে শুধু শুনলাম সবসময় তোমার গান আমার কানকে আরাম দেয় মাশাল্লাহ খুব সুন্দর আপু। এমএ তুহিন নামে এক ভক্ত লিখেছেন-অনেক ছন্দ- আনন্দময়, মেলোডি পারফরম্যান্সও। শুভ কামনা রইলো। এসবের প্রতিক্রিয়া স্বীকৃতি আজকালের খবর কে বলেন, এটা একেবারেই নতুন অভিজ্ঞতা। হুট করেই উজ্জ্বল সিনহা ভাই ফোন করলেন। স্টুডিয়োতে গেলাম। তিনি ধরিয়ে দিলেন। রেকর্ডিং হয়ে যাওয়ার পর বললেন এবার ফেসবুকে রিলিজ দিয়ে দাও। একটু অবাক হয়েছিলাম এই ভেবে যে ফেসবুক পেজেও দিলেও কিছু অর্থনৈতিক সমাগমের ব্যাপার থাকে কিন্তু নিজের ওয়ালে দিলে বন্ধুরা শুনতে পাবেন কিন্তু অর্থনৈতিক লাভের সুযোগ নেই। তবে নতুন অভিজ্ঞতা বলে কপালে ভাবনার রেখাকে স্থায়ী হতে দেইনি। তাৎক্ষণিক ওয়ালে রিলিজ দিলাম। এখন পর্যন্ত বেশ সাড়া পাচ্ছি। ভালো লাগছে। তবে এর পুরো কৃতিত্ব উজ্জল সিনহা ভাইয়ের। সামনে নতুন গানের প্রসঙ্গে স্বীকৃতি বলেন, ‘ধামার স্বদেশ’ শিরোনামে জামাল রেজার গীতে একটি গান করেছি। জোর দিয়েছেন মামুন জাহিদ আর সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে গানটি রিলিজ পাবে। এছাড়া আনোয়ার হোসেনের গীতে ‘গুড়িগুড়ি বৃষ্টি’ শিরোনামের একটি গান তৈরি হচ্ছে। গানটিতে সুর বসিয়েছেন বরন্যে সুরকার মো: ইসহাক আর বরাবরের মতই সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এটি ১এপ্রিল রিলিজ পাবে। দুটি গানের সমন্বয়কের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন। এর বাহিরে হযরত শাহ ফকিরের লেখা- শুরে ভাববাদী একটা গানে কন্ঠ দিয়েছি। এটি মিউজিক ভিডিও হবে। সামনের মাসে শুটিংয়ে যাওয়ার কথা রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।