ভোলা শহরের পুরাতন কসাইপট্টি আগুনে পুড়ে গেছে ৪টি দোকান
জাফর ইকবাল, আমাদের ভোলা.কম।
ভোলা শহরের মুড়িপট্টি সংলগ্ন পুরাতন কসাইপট্টি আবদুল্লাহর মুড়ির দোকানে রাত ১:৩০ মিনিটে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পরার আগেই ভোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার গভীর রাতে ভোলার পুরাতন কসাইপট্টি এই আগুনের ঘটনা ঘটে। মুড়ির দোকান হাজি ট্রেডার্স থেকে আগুনের সুত্রপাত হয়। পাশে থাকা ৪টি দোকান কাদির ফুড কর্ণার, ইদ্রিস স্টোর, জুয়েল স্টোরের সব মালামাল আগুনে পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী আবুল কাশেম বলেন, আবদুল্লাহ মুড়ির দোকানে ভিতর তারা আগুন জ্বলতে দেখে তালা ভেঙে ভিতরে ঢুকে পানি মেরে আগুন নেভানোর চেষ্টা করে কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, মুড়ির দোকান থেকে আগুন লেগেছে। ৪টি দোকান পুরোপুরি পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন তিনি। এবং ক্ষয়ক্ষতির পরিমান যানা যায়নি তদন্ত করে জানা যাবে।