ভোলা পৌর নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী মনিরুজ্জামানের কর্মীসভা শুরু

ইয়াছিনুল ঈমন।
আগামী ২৮ ফেব্রæয়ারি পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোলায় কর্মী সভা শুরু করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান। সোমবার বিকেলে শহরের উকিলপাড়া এলাকায় পৌরসভার ১নং ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
১নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ভোলা পৌরসভার বর্তমান মেয়র ও নৌকা মার্কার প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক স¤পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অবিনাশ নন্দী, সাবেক কৃষক লীগের নেতা নুরুল ইসলাম প্রমুখ।
এসময় মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছ। বিশ্বের বুকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী আমাদের নৌকা মার্কা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন।
তিনি বলেন, এবারের পৌরসভা নির্বাচন কোন ব্যালট চুরির মাধ্যমে হবে না, ইভিএম এ ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে হবে। তাই এই নির্বাচনে সকল ভোটারদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি সকল প্রার্থীদেরও মাঠে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, বিগত ১০ বছর সাবেক বাণিজ্যমন্ত্রী জননেতা তোফায়েল আহমেদের নির্দেশে ও তার সহায়তায় ভোলা পৌরসভায় ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। আমরা সাধারণ পৌরবাসীর সকল সুযোগ-সুবিধা দেয়ার চেষ্টা করেছি। এরপরও যদি কোন ভুল ত্রæটি থাকে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি।
সভায় পৌর ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অবিনাশ নন্দীকে ভোটারদের মাঝে পরিচয় করিয়ে দেন। তিনি ছাড়াও ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রেহানা ফেরদৌস ও জোছনা ইয়াসমিকে পরিচয় করিয়ে দেন মনিরুজ্জামান।