ভোলা পৌরসভা নির্বাচন: ৩য় বারের মতো মেয়র হলেন মনিরুজ্জামান মনির

কাজী মহিবুল্লাহ আজাদ, আমাদের ভোলা।
ভোলা পৌর নির্বাচন-২০২১ এ বিপুল ভোটের ব্যবধানে তৃতীয় বারের মতন বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন ভোলা পৌরসভার জনপ্রিয় মেয়র ও জেলা যুবলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির ।
তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পান ১৬০৯৯ , তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক এর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুমেন পেয়েছেন ২০৩৪ ভোট, হাতপাখা প্রতীক নিয়ে মেয়র প্রার্থী আতাউর রহমান মমতাজি পেয়েছেন -১১০৮ ভোট।
ভোলা পৌরসভা নির্বাচনে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন যেসব কাউন্সিলর ১নং ওয়ার্ড মনজুরুল আলম, ২নং ওয়ার্ডে মিজানুর রহমান, ৩ নং ওয়ার্ডে সালাহউদ্দিন লিংকন, ৪নং ওয়ার্ডে আসাদ জুম্মান, ৫ নং ওয়ার্ডে এফরানুর রহমান মিথুন মোল্লা,৬ নং ওয়ার্ডে মোঃ ফারুক, ৭নং নং ওয়ার্ডে মোঃ শাহে আলম,৮ নং ওয়ার্ডে হেলাল উদ্দিন, ৯নং ওয়ার্ডে মাইনুল ইসলাম শামীম।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩-জোসনা ইয়াসমিন ,৪,৫,৬- সোনিয়া তালুকদার , ৭,৮,৯- রাজিয়া সুলতানা।