ভোলা জেলা পল্লী বিদ্যুৎ মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা ॥
ভোলা জেলা পল্লী বিদ্যুৎ মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) ভোলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এক আলোচনা সভায় সকলের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে মোঃ মাছুম বিল্লা (মুন্সী)কে সভাপতি, মোঃ সালমানুর রহমানকে সাধারণ সম্পাদক ও মোঃ সোহেলকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মোঃ জগলুল ফারুক, সহসভাপতি মোঃ আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক তামিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, অর্থ সম্পাদক মোঃ শাহিন, দপ্তর সম্পাদক মোঃ সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাবিব, সম্মানিত সদস্যরা হলেন, মোঃ আলমগীর হোসেন, মোঃ হানিফ মিয়া, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রিয়াজ উদ্দিন মারুফ, মোঃ আলাউদ্দিন, মোঃ মনির হোসেন, মোঃ আবু তাহের আহাদ, মোঃ ফরহাদ হোসেন, হাওয়ানুর রহমান, মোঃ হাসান খাঁন, বিনোদ কুমার দে, মোঃ লিয়ন, মোঃ মিলন। এই কমিটি আগামী ৩ বছরের জন্য সাংগঠনিক দায়িত্ব পালন করবে।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমাদেরকে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো। আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা আমরা যোগ্যতার স্বাক্ষর রাখার চেষ্টা করবো। সংগঠনকে আরও শক্তিশালী ও কল্যাণকর করার জন্য কাজ করে যাবো। সকল ঠিকাদারদের যে কোন ভালোমন্দে আমরা সক্রিয়ভাবে কাজ করবো। তবে আমাদের এই কাজে সকলের সহযোগীতা কামনা করছি।