ভোলা কালেক্টরেট স্কুল হবে বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয়- বিদায়ী জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক
বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা।
ভোলা কালেক্টরেট স্কুল হবে বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয়, এমন এক সময় আসবে যখন এই স্কুলে ভর্তি হওয়ার জন্য ছাত্র ছাত্রীরা হুমরি খেয়ে পরবে । আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় ভোলা কালেক্টরেট স্কুলে বিদায়ী সংবর্ধনায় ভোলা কালেক্টরেট স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ কথা বলেন।
এসময় তিনি স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, নিয়ম শৃঙ্খলা মধ্যে দিয়েই এগিয়ে যাবে এই স্কুলটি। ছাত্র ছাত্রীকে পাঠ্য বইয়ের পাশাপাশি তাকে আউট নলেজ প্রশিক্ষণ দেওয়া হবে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শঙ্কর কুমার বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক শাহনেওয়াজ চন্দন, দৈনিক ভোলার বাণী সম্পাদক মোহাঃ মাকসুদ রহমান, একুশে টিভির ভোলা প্রতিনিধি মেজবা উদ্দিন শিপু,সহকারী শিক্ষক বেলায়েত. তরিকুল ইসলাম, ফারহানা, মুনজেরিন,ববিতা রানীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিদায় জেলা প্রশাসককে স্কুলের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়।