ভোলায় ৭ দিন ব্যাপী একুশে বইমেলা শুরু

কাজী মহিবুল্লাহ আযাদ, আমাদের ভোলা.কম।
ভোলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতদিনের একুশে বইমেলা বৃহস্পতিবার শুরু হয়েছে।
বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে শহরের ওবায়দুল হক বাবুল মোল্লা কলেজ মাঠে এর উদ্বোধন করেন ডিসি মো. মাসুদ আলম ছিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মোকতার হোসেন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাহামুদুর রহমান, এডিসি মো. সেলিম রেজা, সদর ইউএনও মো. কামাল হোসেন প্রমুখ।
পরে মেলার স্টল পরিদর্শন করে অতিথিরা। মেলায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের উপন্যাস, গল্প, কবিতা, বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্যের বই স্থান পেয়েছে।
আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।