ভোলায় ৪৫ পিছ ইয়াবা সহ আটক ২
অনলাইন ডেস্ক, আমাদের ভোলা।
অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলার সার্বিক তত্ত্বাবধানে পৃথক দুটি অভিযানে ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ০৯নং ওয়ার্ড হইতে ১৫(পনের)পিছ ও ০১নং ওয়ার্ড হইতে ৩০(ত্রিশ)পিছ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে ভোলা ডিবি পুলিশ।
গত ১৫-০২-২০২২ তারিখ ১৬.১০ ঘটিকায় সময় এসআই (নিঃ)/ মোঃ আবুল হোসেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভা ০৯নং ওয়ার্ডস্থ যুগীরঘোল এ্যাপোলো ডায়াগনিষ্টিক এর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ০১। মোঃ মিলন বেপারী (৫০) এর নিকট হইতে ১৫(পনের) পিছ ইয়াবা ট্যাবেলট সহ গ্রেফতার করা হয়।
অন্য একটি অভিযানে ১৫-০২-২০২২ তারিখ ২০.৩০ ঘটিকায় সময় এসআই (নিঃ)/ মোঃ আবুল হোসেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভা পৌরবাপ্তা ০১নং ওয়ার্ড ইলিশা সিন্ডিকেট সংলগ্ন জেলা পরিষদ মাকের্টের কোনায় জনৈক আমিরের দোকানের সামনে রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ০১। মোঃ খলিল (৩২) এর নিকট হইতে ৩০(ত্রিশ) পিছ ইয়াবা ট্যাবেলট সহ গ্রেফতার করা হয়।
দুটি অভিযানের অভিযুক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।