ভোলায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা .কম:
ভোলার সদর মডেল থানা পুলিশ কর্তৃক আয়োজিত স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রয়ারী মঙলবার ইউনুস মিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মীর মোঃ শাফিন মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মীর মো: শাফিন মাহমুদ মাদক, ইভটিজিং, এসিড নিক্ষেপ, বাল্যবিবাহ, জংঙ্গিবাদ, সাইবার অপরাধ, গুজব প্রতিরোধ, ৯৯৯ ফোন সার্ভিস সহ বিভিন্ন সার্ভিস সম্পর্কিত ধারনা দেন পাশাপাশি সামাজিক অপরাধ রোধে সকলকে সর্তক হওয়ার আহবান জানান।
মীর মো: শাফিন মাহমুদ আরো বলেন যেকোনো প্রয়োজনে বা যে কোন কিছু সন্দেহ হলে সাথে সাথে ৯৯৯ অথবা থানায় কল করে পুলিশকে খবর দিতে পারেন। পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হবে। ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্যারের নির্দেশে ভোলা পুলিশ মাদক ও জঙ্গিবাদ নিরসনে জিরো টলারেন্সে রয়েছে। আপনারা মাদকসেবী বা মাদক ব্যবসায়ীদের বিষয়ে আমাদের জানাতে পারেন। আপনাদের পরিচয় আমরা সম্পূর্ন গোপন রাখবো। পুলিশ জনগণের সেবক মানুষের সেবা করাই পুলিশের কাজ। পাশাপাশি ছাত্র ছাত্রীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় ভোলার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেন সহ স্কুলের প্রধান শিক্ষক, ,অন্যান্য শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।