ভোলায় সমাপ্ত হলো এসএমই পন্য মেলা
ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম।
ভোলায় উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ৭ দিনের পণ্য মেলা।
গত ২২ ফেব্রুয়ারি ২০২০ এস এমই ফাউন্ডেশন এর আয়োজনে শুরু হয় ভোলার সরকারী স্কুল মাঠে এই পণ্য মেলা। গতকাল ২৮শে ফেব্রুয়ারি মেলার শেষ দিনে সন্ধ্যায় সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় ৭দিনের পণ্য মেলা।
অতিরিক্ত জেলা প্রশাসক আতাউর মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক। গেস্ট অব উনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদুর রহমান, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু প্রমুখ।
পণ্য মেলায় প্রথম পুরস্কার পেয়েছেন মাসুদ হান্ডি ক্রাফট, দ্বিতীয় হয়েছেন স্বপ্ন বুটিকস, তৃতীয় হয়েছেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, ৪র্থ হয়েছেন নকশীর সাত রং, ৫ম হয়েছেন আধিবাসী মহিলা উন্নয়ন সংস্থা। সমাপনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলার সমাপ্তি হয়।