ভোলায় এ্যাপেল ওয়্যার হাউস এর শুভ উদ্বোধন
ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম।
নারী পুরুষ এবং শিশুদের বাহারি পোশাকের সমাহার নিয়ে ভোলা সদর রোডের বাংলাস্কুল মোড়ের একে শপিং কমপ্লেক্সে শুভ উদ্বোধন হল এ্যাপেল ওয়্যার হাউস। ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৫ টায় এ্যাপেল ওয়্যার হাউস শোরুমে দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়। এসময় উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবি মো: আবু তাহের, জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আবিদুল আলম, ভোলা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আসিফ মাহমুদ মার্সেল, এ্যাপেল ওয়্যার হাউস এর প্রোপাইটার রায়হানুল ইসলাম ও মো: হৃদয় সহ ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।।