ভোলার চরফ্যাশন থানায় পরীক্ষা দিলো তিন পরীক্ষার্থী!
চরফ্যাশন প্রতিনিধি, আমাদের ভোলা.কম।
ভোলার চরফ্যাশন থানায় পরীক্ষা দিলো তিন পরীক্ষার্থী। সুত্র জানায় আজ (২০ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার চরফ্যাশন আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর দিকে ঐ মাদ্রাসার তিন ছাত্র এ জব্বার দাখিল মাদ্রাসার এক পরীক্ষার্থীকে তাদের অভ্যন্তরীন বিষয় নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে মারধর করে রক্তাক্ত ও জখম করে। জখম হওয়া ছাত্রকে সে সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক ডেকে ওই পরিক্ষার্থীর প্রাথমিক চিকিৎসা শেষে তার পরীক্ষা নেওয়া হয় আলিয়া মাদ্রাসায়। এদিকে মারধরের ঘটনার প্রেক্ষিতে জড়িত থাকা আলিয়া মাদ্রাসার তিন ছাত্রকে পুলিশ থানায় নিয়ে যায়। পরে তাদের পরীক্ষা থানায় নেওয়া হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। এদিকে নির্বাহি কর্মকর্তা আমাদের প্রতিনিধিকে আরো বলেন এসএসসি পরীক্ষা চলাকালিন সময়ে কেন্দ্রের শৃঙ্খলা ভঙ্গ ও মারামারির ঘটনায় তিন ছাত্রকে থানায় পাঠানো হয়েছে এবং থানায় পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হয়েছে।