ভোলায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা সাহেবের তত্ত্বাবধানে অদ্য ইং ১১/০২/২০২১ তারিখ ০৯.৩৫ ঘটিকার সময় এসআই মোঃ ফরিদ সঙ্গীয় এএসআই গুলজার হোসেন, কং/৫৯১ রাসেল আহমেদ, কং/৪০৬ নিলাময় চাকমা সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে ভোলা সদর থানাধীন ইলিশা কালুপুর সাকিনের চটের মাথা লঞ্চ ঘাট হইতে মোঃ নাসিম (২৮), পিতা-কাঞ্চু গোয়াল, মাতা-রোশনা বেগম, গ্রাম-নুরাবাদ, থানা-দুলারহাট, জেলা- ভোলা এর হেফাজত হইতে ২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। মামলা প্রক্রিয়াধীনশো