ভোলায় পৌর ৮ নং কাউন্সিলর প্রার্থী মোশারেফ সিকদারের গণসংযোগ
ইয়াছিনুল ঈমন।
আগামী ২৮ ফেব্রুয়ারি ভোলা পৌরসভা নির্বাচন।এ উপলক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগে জমজমাট নির্বাচনী মাঠ। এরই ধারাবাহিকতায় ভোলা পৌর ৮ নং ওয়াডের কাউন্সিলর প্রার্থী মোশারেফ হোসেন সিকদার গতকাল ৮ নং ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ডালিম মার্কায় ভোট চান এবং নির্বাচিত হতে পারলে উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দেন ।মোশারফ হোসেন ৮ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শিকদার বাড়ির সন্তান।
কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন সিকদার বলেন আমি ৮ নং ওয়ার্ডের ভোটারদের কাছে গিয়ে ডালিম মার্কায় ভোট চাচ্ছি। যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে সব সময় আমার ওয়াডকে মাদক মুক্ত করার চেষ্টা করব। পাশাপাশি রাস্তাঘাট উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ড আমার কাছে প্রাধান্য পাবে । আমি নির্বাচিত হতে পারলে এলাকায় কোন শালিস বাণিজ্য থাকবে না ।তাই আমি সবার কাছে দাবী করছি আমাকে ডালিম মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য।
গণসংযোগকালে কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন সিকদার এর সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।