ভোলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ২ জন‌ নিহত

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা ।

ভোলার তজুম‌দ্দিন উপ‌জেলায় গরু চু‌রির অ‌ভি‌যো‌গে গণ‌পিটু‌নি‌তে দুইজন যুবক নিহত হ‌য়ে‌ছেন। বৃহস্প‌তিবার (১৩ ফেব্রুয়ারি) ভো‌রের দিকে উপ‌জেলার সোনাপুর ইউ‌নিয়‌নের ৭ নম্বর ওয়া‌র্ডের চাপ‌ড়ি এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন, নয়ন (২৬) ও মো. আ‌মির হো‌সেন (২৭)। এদের ম‌ধ্যে নয়ন তজুম‌দ্দিন উপ‌জেলার বা‌লিয়া কা‌ন্দি গ্রা‌মের বা‌সিন্দা ও আ‌মির হো‌সেন বোরহানউ‌দ্দির উপ‌জেলার খাসমহল এলাকার বা‌সিন্দা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরের দি‌কে চাপ‌ড়ি এলাকার আব্দুল খা‌লে‌কের বা‌ড়ি‌ থে‌কে গরুর চু‌রির সময় দুইজন হা‌তেনা‌তে ধ‌রা পড়ে। এ সময় তারা গণ‌পিটু‌নির শিকার হন। এ‌তে ঘটনাস্থ‌লেই দুইজন মারা যায়। নিহতরা পেশাদার গরু চোর ছিলেন বলেও দাবি করেন স্থানীয়রা।

তজুম‌দ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) মো. আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, মরদেহগুলো ময়নাতদ‌ন্তের জন্য ভোলা সদর হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌বে। পু‌রো বিষয়‌টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মার্চ ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।