ভালবাসা দিবসে প্রেমিকা নিয়ে ঘুরতে গিয়ে বিএম কলেজ ছাত্র খুন
অনলাইন ডেস্ক , আমাদের ভোলা.কম।
বরিশাল নগরীতে তালাকপ্রাপ্ত স্ত্রীর প্রেমিক রুবেল মিয়াকে কুপিয়ে খুন করেছেন মেহেদী হাসান রনি নামে এক যুবক। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২ জন। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের বিনোদন কেন্দ্র বঙ্গবন্ধু উদ্যোনে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এই ঘটনায় পুলিশ ঘাতক মেহেদী হাসান রনিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে- ঘাতক মেহেদী হাসান রনির সাথে তাঁর স্ত্রীর সাম্প্রতিকালে বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে বিএম কলেজছাত্র রুবেল মিয়ার সাথে তাঁর স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে। আজ বিশ্ব ভালবাসা দিবসে তাদের দুজনকে এক সাথে বঙ্গবন্ধু উদ্যানে ঘুরতে দেখে ক্ষুব্ধ রনি তাদের উপর হামলা করেন। একপর্যায়ে তালাকপ্রাপ্ত স্ত্রীর প্রেমিককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তখন তাকে রক্ষার্থে এগিয়ে গেলে দুইজন ছুরির আঘাতে আহত হন।
রক্তাক্ত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডিউটিরত চিকিৎসক পরীক্ষা করে রুবেলকে মৃত ঘোষণা করেন।
(সূত্র- NEWSBARISAL.COM)