বোরহানউদ্দিন উপজলা পরিষদর মাসিক সভা অনুষ্ঠিত
নীল রতন, বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা.কম:
ভোলার বারহানউদ্দিন উপজলা পরিষদর মাসিক সভা অনুষ্ঠিত হয়ছ। বহস্পতিবার দুপুর দড়টায় উপজলা চয়ারম্যান আবুল কালাম আজাদর সভাপতিত্ব উপজলা নির্বাহী অফিসারর সম্মলন কক্ষ ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সড়ক পরিবহণর শখলা ফিরিয় আনা, পর শহরর যত্রতত্র যানবাহন রাখা বন্ধকরণ, মঘনা-ততুলিয়ায় অবধ জাল দ্বারা মাছ শিকার সহ বিভিন প্রজাতি ধংস বন্ধ করা সহ বিভিন দপ্তরর উনয়ন ও অগ্রগতি নিয় আলাচনা ও সিদ্ধাÍ হয়। ওই সময় বক্ততা করন, উপজলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মা. বশির গাজী, উপজলা আওয়ামী লীগ সভাপতি ও বড়মানিকা ইউপি চয়ারম্যান জসিমউদ্দিন হায়দার, উপজলা ভাইস চয়ারম্যান মা. রাসল আহমদ,মহিলা ভাইস চয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, সিনিয়র উপজলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালহীন, কষি কর্মকর্তা ওমর ফারুক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মা. আনছার আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম,কুতুবা ইউপি চয়ারম্যান নাজমুল আহসান জাবায়দ, টবগী ইউপি চয়ারম্যান কামরুল আহসান চধুরী, সাচড়া ইউপি চয়ারম্যান মহিবুল্লাহ মধা প্রমুখ। সভায় উপজলার বিভিন এলাকায় দখলীয় খাল সহ অবধ ¯াপনা উছদ করা হয়ছ ইউএনও জানান। এছাড়া উছদ অভিযান অব্যাহত থাকব জানিয় তিনি জনপ্রতিনিধিদর সহায়তা কামনা করন। ওই সভায় বিভিন ইউনিয়ন পরিষদর চয়ারম্যান, সকল সরকারি, ব-সরকারি ও স্বায়ত্বশাষিত দপ্তরর কর্মকর্তাগণ উপ¯িত ছিলন ।