বোরহানউদ্দিনে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চায় মুক্তিযোদ্ধার স্ত্রী আরজু বেগম ।
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ আমাদের ভোলা.কম।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চায় পক্ষিয়া ইউনিয়নের ৭.৮.৯ নং ওয়ার্ডের বর্তমান মহিলা মেম্বার ও মুক্তিযোদ্ধার স্ত্রী আরজু বেগম। তিনি পক্ষিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীর স্ত্রী। ১৯৯৬ সাল থেকে ২০১৯ সাল সাল পর্যন্ত পক্ষিয়া ইউনিয়নের মহিলা মেম্বার পদে কর্মরত আছেন। তিনি মহিলা লীগ নেত্রী। তিনি বলেন, আমি বোরহানউদ্দিন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই, আমি প্রার্থী হলে জনগণ আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমি মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সহ সকল অপরাধের বিরুদ্ধে রুখে দারাব। স্থানীয় সাধারণ মানুষ বলেন, আরজু বেগম একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, তিনি একজন ভালো মানুষ, তাই আমরা তাকে বোরহানউদ্দিন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে দেখতে চাই।