দৌলতখানে বৃদ্ধকে সাহায্যের হাত বাড়িয়ে দিন
দৌলতখান উপজেলার চর মদনপুর ইউনিয়নের চরপদ্মা ৭নং ওয়ার্ডের চায়ের দোকানদার মোঃ আবু তাহের দীর্ঘ ছয়মাস যাবৎ স্টক করে এক হাত এক পা অপশ হয়ে গেছে।দীর্ঘদিন ডাক্তার দেখানোর পরও কোন সমাধান হয়নি।চায়ের দোকান করা ছেলে মোঃ নুরে আলম বলেন বাবার চিকিৎসার জন্য অনেক ডাক্তার দেখানোর পরও ভালো হয়নি।এখন টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না। একই বিছানায় শুয়ে প্রস্রাব-পাায়খানা করেন।উন্নত চিকিৎসার জন্য যদি কোন হৃদয়বান লোক এগিয়ে আসতো, তাহলে হয়তো চিকিৎসা করানো যেতো।
ছেলে মোঃ নুরে আলম 01929271383