তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর কবিতা “একুশের ভাষা”

বায়ান্ন’র একুশে, দিয়েছি মোরা তাজা প্রাণ

সেদিনের রক্তাক্ত রাজপথ চির অম্লান
বায়ান্ন এনেছিল এ জাতির প্রাণে মুক্তির ধারা
ভেঙ্গেছিলাম সেদিন, জুলুমের শিকল ঘেরা।

জাতির ধমনীতে বয়েছিল স্বাধীনের চেতনা
ভাষার অপমান রুখেছে তরুণের রক্ত কনা
সেদিন বুলেটের মুখে পেতে দিয়েছি তপ্ত বুক
তবু হেরেছে ঐ হায়েনার দল, ওরা সর্বভুক।

আমার ভাই রফিক, বরকত, সালাম, জব্বার
তোমরা চির অমর। রূপ ধরে এসো বার বার,
নাশিতে সব ভাষার অপব্যবহার- অপমান।
আজও আমাদের রক্তে তোমরা চির বহমান।

নতুন প্রজম্মের চেতনায় তুমি চির মহান
এ মাটির সন্তানেরা ভুলবে না তব অবদান
একুশের স্মৃতি বাংলা মায়ের অশ্রুজল
এই জল মোদেরে শক্তি যোগাবে অনন্ত কাল।

একুশ, তুমি দিয়েছো এ জাতিকে গর্বের জীবন
শির উঁচু করে মোদেরে বাঁচতে শিখাও আমরণ
একুশ, তব গৌরব গাঁথা শুনি আজ বিশ্বময়
তোমার দ্যোতনা উদ্ভাসিত হোক চির হিরন্ময়।

৫ ফেব্রুয়ারি ২০১৮
সমিল মুক্তক ছন্দ

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।