তজুমদ্দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
সাইফুল ইসলম সাকিব, তজুমদ্দিন প্রতিনিধি।
ভোলারর তজুমদ্দিন উপজেলায় আজ ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে ২১ এর প্রথম প্রহরে তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোসারফ হোসেন দুলাল উপজেলার শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও আরো শ্রদ্ধা নিবেদন করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানা আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়া ও তজুমদ্দিন থানা ইন-চার্জ জিয়াউর হক। ও আরো উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও তজুমদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন ও তজুমদ্দিন প্রেস ক্লাবের রফিক সাদী যুব লীগের সভাপতি ও সাধারন সম্পাদক এরপর আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবদেন করেন।