জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ভোলা যুবদলের প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার ।

জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের (জামুকা) বৈঠকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে ভোলা জেলা যুবদল। রবিবার সন্ধ্যায় ভোলা জেলা যুবদলের কার্যালয়ে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল আলম ফেরদৌস, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হাসান, জেলা যুবদলের সহ-সভাপতি মনসুর আলম নাগর সহ ভোলা সদর উপজেলা যুবদল, পৌর যুবদল ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ ।

এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সভায় বক্তারা বলেন সরকারের অপকর্ম এবং বেরিয়ে আসা ‘সমস্ত দুর্নীতি’ থেকে জনগণের দৃষ্টি দূরে সরিয়ে নিতেই এটা করা হয়েছে।‌জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন-এ কথা সবাই জানে। এই যে বীর-উত্তম খেতাবটি তিনি পেয়েছিলেন, তা কিন্তু স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের সরকার তাকে দিয়েছিল।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।