চরফ্যাসনে দিনমজুরের একমাত্র পুত্র সন্তান ৭ দিন ধরে নিখোঁজ
লালমোহন প্রতিনিধি
ভোলার চরফ্যাসন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার আব্দুল মোতালেব হাওলাদার বাড়ির মারুয়া (৩৫) নামের এক যুবক ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত রবিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি ওই যুবক। মারুয়া ওই এলাকার দিনমজুর আব্দুল মোতালেবের একমাত্র পুত্র সন্তান।
ওই যুবকের বোন নূর জাহান জানায়, রবিবার সকালে আমার ভাই বাসা থেকে বের হয়ে আর ফিরেনি। ভোলার বিভিন্ন জায়গায় অনেক খুঁজেও তার সন্ধ্যান মিলেনি। মারুয়া একজন বাকপ্রতিবন্ধী ও সহজ-সরল ছেলে। তার গায়ের রং কালো, মুখে দাঁড়ি ও পড়নে কালো প্যান্ট ও একটি সাদা জামা ছিলো। কেউ যদি কোথায় বর্নণা অনুযায়ী তার সন্ধ্যান পান তাহলে অনুগ্রহ করে ০১৭৫২৮৯৬৪৮৮ নাম্বারে যোগাযোগ করে আমার ভাইকে আমরা ফিরে পেতে সহযোগিতা করুন।