চরফ্যাশনে রেডিও মেঘনার ৫ম ববর্ষপূর্তি উদযাপিত
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন।
ভোলার চরফ্যাসনে উপজেলার উপকূলের গণমানুষের মুখপাত্র রেডিও মেঘনার যাত্রা শুরু হয় ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি। সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু আনুষ্ঠানিকভাবে রেডিও মেঘনার উদ্বোধন করেন।
আজ মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি রেডিও মেঘনার ৫ম বর্ষপূর্তি উপলক্ষে চরফ্যাসন শহরে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালিটি সকাল ৯টা.৩০ মিনিটে চরফ্যাসন উপজেলা পরিষদ থেকে শুরু করে চরফ্যাসন শহরের বিভিন্ন চত্বর ঘুরে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহন করেছেন চরফ্যাসনে নব নিযুক্ত সহকারি কমিশনার (ভূমি) শাহিন মাহমুদ,
প্রেস ক্লাবের সভাপতি আবুল হাসেম মহাজন, থানার অফিসার ইনর্চাজ জনাব সামছুল আরেফিন, কোস্ট ট্রাস্টের পরিচালক রাশেদা বেগম,জলবায়ু ফোরামের মনির আসলামী,কামরুল সিকদার,সোহেব চৌধুরী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং এনজিও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে উপকূলের মানুষের কন্ঠস্বর মেঘনার পাঁচ বছরের সাফল্য নিয়ে বক্তারা আলোচনা শেষে ভবিষ্যতে এ ধরনের মিডিয়ার আরও সাফল্য কামনা করেন।