চরফ্যাশনে কমিউনিটি রেডিও মেঘনা”র ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
এম আবু সিদ্দিক, বিশেষ প্রতিনিধি: “বিশ্ব শুনুক কণ্ঠ তোমার”এ শ্লোগানকে সামনে রেখে ১৮ ফেব্রুয়ারী,২০২১ দুপুর ১২ টায় চরফ্যাশন উপজেলা প্রশাসন কার্যালয়ে রেডিও মেঘনার ৬ষ্ট প্রতিষ্টা বাষির্কী পালিত হয়েছে। অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,এছাড়াও রেডিও মেঘনার উপদেষ্টা কমিটির সভাপতি রুহুল আমিন সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মর্কতা, এনজিও, সাংবাদিক, রেডিও কর্মী উপস্থিতি ছিলেন। সকলের উপস্থিতিতে রেডিও মেঘনার আগামীর পথচলা উদ্যমগতিতে এগিয়ে নিতে যাবে।বেলা ১২ টায় রেলী ও কেক কেটে রেডিও মেঘনার জন্মদিনের শুভ সূচনা৷ প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বেচ্ছায় অংশগ্রহন করায় উপস্হিত সকলকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ভোলা কোস্ট ট্রাস্টের সহকারি পরিচালক রাশেদা বেগম।