চরফ্যাশনে এসিড নিক্ষেপ: ঘটনা সত্যি নাকি সাবটাজ!

এম আবু সিদ্দিক: চরফ্যাশন(ভোলা) থেকে বিশেষ প্রতিনিধি।

শুক্রবার চরফ্যাশন থানায় এসিড মামলা দিয়েছেন আবদুল্লাহপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবদুল খালেক সিকদার। মামলায় একই এলাকার হানিফ ও তোতাকে মামলায় আসামী করা হয়েছে।ভিকটিম কলেজ ছাত্রী৷ বিয়ে হয়েছে জাহানপুরে৷শীতের আমেজে বাবার বাড়িতে বেড়াতে আসা৷একাদশ শ্রেনীতে লেখাপড়া করেছে৷তার নাম মুন্নী বয়স আনুমানিক ১৯ বছর৷গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে সেলফোনে কল আসে এসিড নিক্ষেপ করা হয়েছে আবদুল্লাপুরে৷সাথে সাথে হাসপাতালের দিকে সহকর্মি ছোটভাই নুরুল্লাহ ভূইয়াকে সাথে নিয়ে মটর বাইকে ছুটে যাই ভিকটিমের খোজে ৷রাত তখন সোয়া ৯টা৷ হাসপাতাল শয্যায় ভিকটিমের সাথে সাক্ষাৎ৷ আবদুল্লাহপুরের লোকজন জটলা করছে এসিড আক্রান্ত রোগিকে ঘিরে৷লোকজন রোগীকে দেখে অনেকে অনেক কথা কানাগোসা করছে৷এরই মাঝে কথা হয় কথিত দগ্ধ মুন্নির সাথে৷সাথে৷বিদ্যুতের আলোতে দেখা যায় মুন্নির মুখে আলতো কালো দাগের চিহ্ন৷ ভিকটিম অকোপটে বলছে বৃহস্পতিবার রাত ৮ টায় দিকে বাবার বাড়িতে খোলা জানালার পাশে বসে সোস্যাল মিডিয়ায় ফেইসবুক দেখছিলেন। হঠাৎ হানিফ ও তোতা কাছ থেকে সরু নলে আমার মুখের দিকে পানি ছুরলো, মুহুর্তে আমার মুখ জ্বালাপোড়া করতে থাকে৷আমি ডাক চিৎকার করলে আমার মা ও ভাবী ছুটে আসেন৷এরপর তারা আমার মুখে কলের পানি ঢেলে যন্ত্রনা দূর করার চেস্টা করেন।করেন।এরপরেকরেন।করেন।এরপরে আশপাশের লোকজন জানালার পাশ থেকে ইনজেকশনের সিরিন্জ উদ্ধার করে৷সিরিন্জের কিছু পানি মাটিতে ছুরলে এসিডের মত মনে হলে আমার বাবা চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। রাতে চরফ্যাশন থানাকে আমার পরিবারের লোকজন অবহিত করলে ওসি সাহেব হাসপাতালে আমাকে দেখতে আসেন৷মুন্নির বয়ানমতে এসিড নিক্ষেপের অভিযোগের তীর হানিফ ও তোতার বিরুদ্ধে৷গত দুদিন আগে রাস্তায় আমার ওড়না নিয়ে গেছে হানিফ ও তোতা।প্রতিপক্ষকে ঘায়েল করতেই মুলতঃ সবকিছু সাজানো ঘটনা বলে জানা গেছে৷ভিকটিমের মুখের সামান্য দাগ থেকে বুঝা যাচ্ছে এটি কোন এসিডের ঘটনা নয়৷জমিজমা ভিটামাটি নিয়ে দুপক্ষের সাথে বিরোধ দীর্ঘদিনের৷একপক্ষ অপর পক্ষকে ঘায়েল করতে মামলা পাল্টা মামলা৷মামলা৷মামলা৷চরফ্যাশনে প্রতিপক্ষকে থামাতে একময়ে সাজানো এসিড মামলা হাতিয়ার হিসেবে ব্যবহ্নত হতো৷এলাকবাসির সাথে কথা বলে জানা গেল গতকালের এই ঘটনাটি সাবটাজ! চরফ্যাসন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়া জানান, এ ব্যাপারে মুন্নির বাবা আঃখালেক সিকদার বাদী হয়ে থানায় মামলা করেছে। মামলা নং ০৩ তারিখ ০৫ ফেব্রয়ারি২১।ফেব্রয়ারি২১।ওসি বললেন মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে৷

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।