কবি মোঃ আঃ কুদদূস এর “ভালোবাসা ও নদী “

ভালোবাসাটা বহমান নদীর মত

পাহাড় পর্বতের বুক চিড়ে
বয়ে চলে অনন্তের সন্ধানে।

সীমান্ত পেরিয়ে কখনো উপরে উঠে
কখনো বা নিচে নামে
গতি তার নিঃশব্দে অনুভূতি জুড়ে।

আঁধারে খরস্রোতা সেই নদীর কুলুকুলু
ধ্বনি প্রতিধ্বনিত হয়
বুকের পাঁজর ভেঙ্গে ভেঙ্গে।

আলোকে সেই নদী অদৃশ্যমান বহতা
মায়াবী হাসিতে মিশে একাকার
তবুও তার স্রোতশব্দ বুঝি নিরবে।

গোধূলিতে আবার ঐ নদী পূর্ণ যৌবনা
দু’কূল উপচে পড়ে
গলে যাওয়া মোমের মতো।

আলো-আঁধারের নির্মল সম্মিলনে
নদীটা কত যে মুগ্ধতা রাখে
তা ভেবে ভেবে নিজেকেই হারাই।

৩ ফেব্রুয়ারি ২০১৯
অমিল মুক্তক ছন্দ

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।