কবি মোঃ আঃ কুদদূস এর ” বাংলা ভাষা “
মাতৃভাষা বাংলা আমার
সহজ সরল ভাষা
এই ভাষাতে কথা বলি
মিটাই মনের আশা।
বাংলা ভাষা প্রাণের ভাষা
বাসি তাকে ভালো
এই ভাষাতে স্বপ্ন দেখি
ঘুচাই মনের কালো।
হাজার ভাষার শ্রেষ্ঠ ভাষা
প্রিয় বাংলা ভাষা
স্বাধীন দেশের স্বাধীন ভাষা
গর্বে এ বুক ঠাসা।
রক্তে কেনা বাংলা ভাষা
অনেক বেশি দামী
এই ভাষাতে ছবি আঁকি
নিত্য দিবসযামী।
আমার ভাষার বর্ণমালা
বিধাতার উপহার
নয়ন জুড়ে থাকে শুধু
তার বিশাল সমাহার।
ভালোবাসার বাংলা আমার
হৃদয় ছোঁয়া ভাষা
জীবন দিয়ে বাসি ভালো
পূরাই সকল আশা।
১৫ ফেব্রুয়ারি ২০১৯
স্বরবৃত্ত ছন্দ