কবি মোঃ আঃ কুদদূস এর ” কলমি ফুল “

কানে গুজে কলমি ফুল

একবার এসো এই বাটে
ভুলিয়ে দিয়ে সকল ভুল
আপন হয়ো এই তটে।

বিলের কলমি নাচছে আজ
তোমার কানের দুল হয়ে
কলমি ফুলের নতুন সাজ
প্রাণটা ভরে ছুঁয়ে দিয়ে।

হিমেল বায়ুতে কাঁপে ফুল
মনে বয় মধুর ছোঁয়া
কাঁপিয়া কাঁপায় মনের কূল
মেঘ বরণ শুভ্র ধোয়া।

কলমি ফুলে যায় না গাঁথা
গলায় পরার গোল মালা
নীল কলমি ছড়ায় ব্যথা
মনে আঁকে ধনুক ফলা।

কলমি ফুলের নির্মল হাসি
প্রাণে বাজায় সুর-ছন্দ
মনের খুশি দিবানিশি
প্রাণে আনে আনন্দ।

কলমি ফুলে মায়া ভরা
ভালোবাসার নির্মল দান
মমতা তার আকাশ জোড়া
কলমি নিয়ে গাঁথি গান।

২৮ জানুয়ারি ২০১৯
স্বরবৃত্ত ছন্দ

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।