কবি মোঃ আঃ কুদদূস এর কবিতা ” শুধু একবার “
কেউ কেউ ভুলে, ভুলে যায়
কিংবা স্বেচ্ছায় ভুলে;
শুধু সময়ের স্রোতে,
অজস্র কাজের ভীড়ে।
তবুও বুকের পিঞ্জরে
অজানা ব্যথা ছড়ায়
ক্ষণিকের দেখা-অদেখা
মায়াবী মুখের তরে।
হাসতে গেলে কণ্ঠ চেপে ধরে
এক নিঃসীম নীল বেদনা,
কাঁদতে গেলে হাসি পায়
যেন ভরা পূর্ণিমার জোৎস্না।
কেউ কেউ সহজে ভুলতে পারে
অথবা হারাতেও পারে
একখন্ড কালো মেঘের ডানায়
আকাশের বুকে ভেসে ভেসে।
কিন্তু এই আমি?
কালো মেঘের ডানায় ভর করে
সহস্র মাইল পাড়ি দিয়েও
আসবো ফিরে বুকের পাঁজরে।
শুধু একবার,
তোমার সশব্দের হাসি,
আর সেই হাসিতে লুকানো
এক সাগর প্রেম আবিস্কারের নেশায়।
৭ ফেব্রুয়ারি ২০১৯
অমিল মুক্তক ছন্দ