কক্সবাজারে নিখোঁজ কিশোরী তজুমদ্দিনে উদ্ধার ॥
মো: ফারুক, তজুমদ্দিন সংবাদদাতা , আমাদের ভোলা.কম॥
তজুমদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে কক্সবাজার থেকে নিখোঁজ হওয়া কিশোরীকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর গ্রামের আলতাফ হোসেনের বাড়ি থেকে উদ্ধার করে ওই কিশোরীকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয় ।
থানা ও অভিভাবক সুত্রে জানা যায়, ১ মাস পূর্বে কক্সবাজার জেলার চকরিয়া থানার হারভাং এলাকার শামীম হোসেনের কিশোরী মেয়ে সানজিদা জান্নাত (১৫) নিখোঁজ হয়। মোবাইল ফোনের সুত্র ধরে ওই মেয়ে তজুমদ্দিন আছে বলে নিশ্চিত হয় পরিবার। পরে তজুমদ্দিন থানা পুলিশের সহযোগীতা নিয়ে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয়। অফিসার ইনচার্জ ফারুক আহম্মদ জানান, বাদলীপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ৩ সন্তানের জনক মোঃ আনছার (৪০) ওই কিশোরীকে প্রলোভন দেখিয়ে গোপনে নিয়ে আসে। পুলিশের উদ্ধার তৎপরতা টের পেয়ে আনছার কিশোরীকে রেখে পালিয়ে যায়। ভিকটিমের বাবা মা তজুমদ্দিন ও কক্সবাজার থানায় লিখিত কোন অভিযোগ না করায় উদ্ধার করা কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।