আজ রীতি প্রীতির ২য় মৃত্যু বার্ষিকী
ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম।
ভোলায় বিশিষ্ট আইনজীবি মরহুম মোঃ দেলোয়ার হোসেন এর নাতনী নুসরাত জাহান রীতি ও নিশাত জাহান প্রীতির ২য় মৃত্যু বার্ষিকী আজ বৃহস্পতিবার । গত বছরের এই দিনে ৮ বছর বয়সী জমজ এই দুই বোন তাদের নানা বাড়ী চরফ্যাশনের দক্ষিণ আইচায় বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মারা যায়। তাদের কথা মনে করে আজো পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।। অবুঝ এই দুই শিশুর স্মরণে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহ্ফিলের আয়োজন করা হয়েছে। রীতি-প্রীতির বাবা ইসরাত হোসেন রিপন সকলের দোয়া কামনা করছেন।