ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ

জাফর ইকবাল, আমাদের ভোলা.কম।

লার মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিভিন্ন রকমের বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযান চালিয়ে ভোলা সদরের কাচিয়া মাঝের চর এলাকায় বিভিন্ন পয়েন্টে থেকে একটি পাই জাল, একটি খুটি জাল, দুইটি মশারী জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, জেলা মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খানের নেতৃত্বে মৎস্য সম্পদ রক্ষায় সোমবার সকালে থেকে ভোলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এসময় কাচিয়া মাঝের চরের উত্তর পাশ থেকে একটি পাই জাল, একটি খুটি জাল, তিন’শ খুটি, দুইটি মশারী জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তুলাতুলী নদীর পাড়ে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের বাজেট অফিসার মো. ফিরোজ আলম।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।