ভোলায় সন্ত্রাসী হামলায় স্কুল শিক্ষক গুরুতর আহত

বার্তা সম্পাদক ,আমাদের ভোলা ।

ভোলায় সন্ত্রাসী হামলায় মাছুমা খানম বালিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইসমাইল হোসেন মনির গুরুতর আহত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় ভোলা পৌরসভা ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ইসমাইল হোসেন ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসমাইল হোসেন মনির দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে ওই এলাকায় বসবাস করে আসছেন। ইসমাইল স্যার উদ্যোগ নিয়ে বিদ্যুৎ বিভাগে আবেদনের প্রেক্ষিতে কাউন্সিলরের অনুমতিতে বিদ্যুতের খাম্বা স্থাপন করা হয়। ট্রাক যাতায়াতে খাম্ভাটি প্রতিবেশী বিল্লাল হোসেনের জমির দিকে বেঁকে যায়। বিদ্যুৎ বিভাকে বিষয়টি জানানো হয়। বিদ্যুৎ বিভাগ খাম্বা সোজা করতে দেরি হাওয়ায় প্রতিবেশী বিল্লাল হোসেন ক্ষিপ্ত হয়ে তার জামাই মুহাম্মদ ইউনূসের ছেলে আরিফ হোসেন ও প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে মোহাম্মদ আলীকে জানায়। মোহাম্মদ আলী ও আরিফ হোসেন আজ ২২ জানুয়ারি সন্ধ্যার পর ১০/১২ জনের সন্ত্রাসী গ্রুপ নিয়ে ইসমাইল মাস্টার এর উপর অতর্কিত হামলা চালায়। এতে ইসমাইল মাস্টার গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করান। স্থানীয়রা আরো জানান, আরিফ হোসেন ও মোহাম্মদ আলী এলাকায় নতুন টাকার গরমে ত্রাসের রাজত্ব কায়েম করছে। কেউ তাদের ভয়ে মুখ খোলে না। এ ঘটনায় স্থানীয় কাউন্সিলর আশাদ হসেন জুম্মান ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। অভিযুক্ত মোঃ আলী জানান ইসমাইল স্যারের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে আমার হাতে থাকা মোটর সাইকেলের হেলমেট ঘুরিয়ে মারি। বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ শিক্ষক সমিতি, ভোলা সদর থানার সভাপতি আমির হোসেন, সহকারি শিক্ষক কল্যাণ তহবিলের সভাপতি, জামাল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, সাংগঠনিক সম্পাদক ইউনূছ শরীফ, বাংলাদেশ সরকারি শিক্ষক সমিতির সভাপতি আশরাফুল আলম, শিক্ষক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব এমরান হোসেন, মোস্তাফিজুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।