কবি মোঃ আঃ কুদদূস এর কবিতা ” এই রাতে “

তুমি বসে আছ এই রাতে কোন কাজে

আমার শ্রবণ-ধ্যান-খেয়াল এ বাজে
সহস্র হাসি আনন্দ-খুশি মাঝে
শুধু বাড়ে মায়া দেখে তোমায় এ সাজে।
কেন তুমি বসে হাসো খানিকটা লাজে?

মুখোশ ছাড়িয়া আপন হাসিতে বলো
কোন অজানায় নিরব সুদূরে চলো
ফেলিয়া হেথায় ভালোবাসার এ ফুল
যেই ফুলে হাসে তোমার খোপার চুল
ভেঙে যায় দেখে-জীবনের শত ভুল।

রাতের পাখিরা ভালোবাসায় জড়ায়
আঁধারের মাঝে কত যে প্রেম ছড়ায়
তবু নির্জন রাতের প্রহর গুনি
কখন আবার প্রভাতের গান শুনি
আকাশে বাতাসে শুধু যে তোমার ধ্বনি।

এই রাতে শুধু রাতের গল্প বলি
রাত ফুরালেও হেরি হেথায় হে কলি
প্রেমাঞ্জলি পড়াই তোমার গলে
শুধু ভালোবাসা যত্নের কথা বলে
জানি না কী হবে একবার কাছে পেলে।

এই রাতে তুমি
সব জঞ্জাল ছেড়ে কেন আছো বসে?
যে যাবার যাবে কিইবা তাতে যায় আসে?
দেখ একবার চেয়ে ঐ দূর আকাশে
লালিমায় ভরা বেদনার রঙ ভাসে
ভুলে সব, পারলে এসো-মোর সকাশে।

২৭ জানুয়ারি ২০১৯
মাত্রাবৃত্ত ছন্দ।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।